পবিত্র কাবাঘর তাওয়াফের স্থানে প্রবেশ করেই আম্মা তার আজন্মলালিত স্বপ্নের কথাটি উচ্চারণ করলেন। আমি তার আকাঙ্ক্ষার তীব্রতা ও আপাত বাস্তবতার মাঝে জাজ্বল্যমান বিশাল ব্যবধান লক্ষ করে স্তব্ধ হয়ে রইলাম। কীভাবে সম্ভব? এ কথাই কেবল উঁকি দিল মনের মাঝে। কিন্তু তা প্রকাশ না করে আম্মাকে বললাম, ‘আল্লাহকে ডাকুন